শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার, ঘাতক আটক ও মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৫ বার পাঠিত
সিলেটে ট্রিপল মার্ডার আসামী আবাদ টঙ্গী কিশোর সংশোধনাগারে

মো আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর  শাহপরান থানা এলাকায় সৎ মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করেছে আহবাব হোসেন আবাদ নামে এক যুবক। গেল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শাহপরান থানাধীন বিআইডিসি এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক আবাদকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহতরা হলেন রুবিয়া (৩০) এবং তার মেয়ে মাহা (৯) এবং ছেলে তাহসান (৭) । তাদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, বর্তমানে তারা নগরীর শাহপরানের বিআইডিসি এলাকায় বসবাস করছিলেন।

শাহপরান থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ ব্যাপারে ডিজিটাল বাংলা নিউজকে বলেন, নিহতের সৎ ছেলে আহবাব হোসেন ওই দিন রাত ১২ টার দিকে ছুরি দিয়ে তার সৎ মা, সৎ বোন ও সৎ ভাইকে এলোপাতারি কোপাঁতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন বলেও জানান ওসি সৈয়দ আনিসুর রহমান।

আনিসুর রহমান আরো জানান, ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই ছুরিসহ আটক আবাদকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় নিহত রুবিয়ার সৎ ছেলে আহবাব হোসেন আবাদ ও হত্যার প্ররোচনার অভিযোগে আবাদের মা সুলতানা বেগম রুমিকে আসামি করা হয়েছে। তবে পলাতক আবাদের মাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102