মো আমিন আহমেদ, সিলেটঃ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ে দৈনিক ভিত্তিতে নিয়োগ প্রাপ্তদের চাকরি স্থায়ী করণসহ ৬ টি দাবী নিয়ে গ্যাস ফিল্ডস বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুলে ইউনিয়নে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেডের প্রধান কার্যালয়ে জৈন্তাবাসীর পক্ষে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিগনের ৩০ সদস্যর একটি প্রতিনিধিদল গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অফিসে না থাকায়  জিএম ( প্রশাসন) শওকত আলম কাদরীর সাথে দীর্ঘ বৈঠক শেষে তাঁর নিকট ৬ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।

এসময় জিএম শওকত আলম কাদরী স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি বলেন ব্যবস্থাপনা পরিচালক বাহিরে থাকায় কোন সিদ্ধান্তে পৌছাতে পারছি না। পরিচালকের সাথে ফোনে কথা বলে তিনি আগামী সোমবার পরিচালকসহ বৈঠকে প্রতিনিধি দলকে আসতে অনুরোধ করেন।

দাবীগুলো হচ্ছে ১/ সূত্র ২৮.২০.৯১৫০.০২৩.০৪.০৩৬.১৫.২০ স্মারকের আলোকে দৈনিক ভিত্তিতে নিয়োগ ৫২জন শ্রমিক ও বিভিন্ন সময় দৈনিক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ প্রদান করতে হবে। ২/সিলেট গ্যাস ফিল্ডে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ক্ষেত্রে স্থায়ীভাবে শতভাগ চাকরি দিতে হবে। ৩/ টিকাদারী কর্তৃক লোক নিয়োগ ( আউট) সোর্সিং) প্রক্রিয়া বন্ধ করতে হবে। ৪/ গ্যাস ফিল্ডের নিজস্ব অত্র এলাকায় একটি কারিগরি কলেজ স্থাপন।  ৫/ গ্যাস ফিল্ডে অফিসার নিয়োগে বিভিন্ন পদে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় লোকদের চাকরি নিয়োগ প্রদান। ৬/ গ্যাস ফিল্ডের অনুকূলে অধিগ্রহণকৃত অব্যবহৃত  ভূমি ( যাহা প্রয়োজন নয়) পূর্বের মালিকদের নিকট ফেরত প্রদান করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মহিবুল হক মুহিব, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক চেয়ারম্যান মাওলানা রহমতুল্লাহ, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন আলী,ফতেহপুর ইউনিয়নের সাবেক ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল কাহির (পঁচা)  সমাজ সেবক মাওলানা মুহিবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক  ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী,উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সদস্য মতি মিয়া,শাহ আলম,সোহেল রানা, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ,সাংগঠনিক মানিক মিয়া, চিকনাগুল ইউপি সদস্য ফয়জুল হাসান,সাবেক সদস্য হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ,ফতেহপুর ইউপি সাবেক সদস্য আব্দুল হক, সাইফুল আলম মতিন মতি,সহকারী শিক্ষক সেলাল আহমদ,  সমাজ সেবক আব্দুল হাসিম, আমেরিকা প্রবাসী সাব্বির হাজি, ফখরুল ইসলাম সৌদিআরব প্রবাসী, রুমেল আহমদ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *