তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ সাম্প্রদায়িক অপশক্তির বিরোদ্ধে রুখে দাড়াও,সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর আহ্বানে আজ সকাল ১১ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুনায় পুলিশি বাঁধা উপেক্ষা করে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদি সরকার রনি’র সঞ্চালনায় প্রতিবাদী বক্তব্য রাখেন-সিপিবি শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জলি পাল,বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান,প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাতীয় পরিষদের সদস্য ও মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্র নেতা সুমন কান্তি দাশ,শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহ সাধারণ সম্পাদক মিলি রায় ওে কোষাধ্যক্ষ স্বাধীন দেব প্রমুখ নেত্রীবৃন্দ।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *