বিনোদন ডেস্কঃ এবার অস্কারে সুশান্ত সিং মৃত্যুর একটি বছর কেটে গেলেও শোক কাটছেনা সুশান্ত ভক্তদের। মহেন্দ সিং ধোনি সিনেমা খ্যাত এই অভিনেতা অকাল মৃত্যু বলিউডের পাশাপাশি কাঁদিয়েছে গোটা বিশ্বকে। তাইতো গুনি এই অভিনেতার নাম এবার অস্কারে ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে।
তবে ৯৩ তম অস্কারের মূল অনুষ্ঠানের স্মরণ পর্বে স্থান না পেলেও প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম প্রদর্শিত হয়েছে দ্য অ্যাকাডেমির ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে। যাতে উল্লেখ করা হয়েছে আলোচিত এ অভিনেতার নাম ও ছবি এবং পাশে লেখা তার পেশা। এই সম্মানে আবেগাপ্লুত সুশান্ত সিং রাজপুতের কোটিকোটি ভক্ত, অনুরাগী ও তার আত্মীয়স্বজনরা। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন অনেক ভক্তই। টুইট করেছে সুশান্তের ভগ্নিপতি বিশাল কীর্তিও। তবে অনেক ভক্ত আরও জানিয়েছে তারা বয়কট করছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা “রাধে”।
সুশান্তের মৃত্যুর দায় বরাবরই তার ভক্তরা বলিউডের নামিদামি পরিচালক করন যোহর, একতা কাপুর, টিসিরিজ, সালমান খানের মত আরও অনেক অভিনেতাদের দিয়ে এসেছে নেপোটিজমের কারনে। বলিউডের সোনালী জীবনের পিছনের কালো গল্প বারবারি মানুষকে মনে করিয়ে দেয় সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার অমীমাংসিত ঘটনাকে।
অস্কারে আরো উল্লেখ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা ঋষি কাপুর এবং সেখানে আলাদা করে স্মরণ করা এবং সম্মান দেখানো হয়েছে প্রয়াত বলিউড ও হলিউড অভিনেতা ইরফান খান এবং ভারতের প্রথম অস্কারজয়ী কসটিউম ডিজাইনার ভানু আথাইয়াকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *