তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শাহীন আহমদ (২৭) নামে এক সেলুন কর্মচারী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  শাহীন দীর্ঘদিন ধরে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। শাহীন দক্ষিণভাগ বাজারের একটি সেলুনের কারিগর হিসেবে কাজ করতেন। তার শ্বশুর বাড়ি পুর্ব-দক্ষিণভাগ গ্রামে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির হোসেন সরদার জানান, শোনেছি স্ত্রীর সঙ্গে শাহীনের ঝগড়া হয়েছে। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *