সৌদিতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন!

সৌদিতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন!

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সামরিক অভিযান করে বড় ধরনের হামলা চালানোর  হুমকি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলছে, ইয়েমেনে জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম ইয়েমেনের সেনাবাহিনী।

 

সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল জানিয়েছে, সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ সৌদি আরব আটকে রাখার প্রেক্ষাপটে ইয়েমেনের বহুসংখ্যক হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এমতাবস্থায় এই হুমকি দিয়েছে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের তেলবাহী জাহাজ আটক করার কারণে দেশটির জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র আরব দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। অথচ বিশ্বের বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব। সুত্র : প্রেস টিভি। 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *