শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

হরিপুরে ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২২৫ বার পাঠিত
হরিপুরে ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় গেল বৃহস্পতিবার পুকুর খননের সময় ৩০ কেজি ওজনের তিন ফুট উচ্চতার একটি কালো পাথরের মূর্তি পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, তিন ফুট উচ্চতার ও ১৫ ইঞ্চি প্রস্থের এটি একটি ‘বিষ্ণুমূর্তি’।
জানা গেছে ঘটনার দিন দুপুরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ‘জামুন ব্রিকস ফিল্ড’ নামের একটি ইটভাটা থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আওরঙ্গ জেব বলেন, ‘হরিপুর উপজেলার জামুন ব্রিকস ফিল্ড নামের ইটভাটার মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি সংগ্রহ করতে স্থানীয় জগেন পালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত বুধবার সকাল থেকে ভেকু মেশিন দিয়ে মাধ্যমে জামুন কুমারপাড়া গ্রামে জগেল পালের বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটা শুরু করেন শ্রমিকরা। সন্ধ্যার দিকে ওই পুকুর থেকে মাটি নিয়ে ইটভাটায় আসার পর মাটির ভেতর থেকে একটি পাথর খণ্ড বেরিয়ে আসে। শ্রমিকরা ওই পাথর খণ্ডটি ‘মূর্তি’ বলে নিশ্চিত করেন এবং ইটভাটার এক ঘরে সরিয়ে রাখেন।’
ঘটনাটি জানার পর এদিন বেলা সাড়ে ১২টার দিকে জামুন ব্রিকস ফিল্ডে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102