তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউপি নওয়াগাঁও গ্রামের কোনা বাড়ি থেকে হাঁসের বাচ্চা খেতে আসা একটি গুইসাপ আটক করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার (২৪ জুন) এলাকাবাসী গুই সাপটিকে দেখতে পেয়ে  বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে,ফাউন্ডেশনের লোক এসে পৌঁছালে তারা গুইসাপটি উদ্ধার করে নিয়ে আসেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কার্যালয়ে।
পরে সন্ধ্যা চুইচুই কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিট কমকর্তা আনিসুর জামান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব  জানান আমাকে  নওয়াগাঁও থেকে ফোন দেয় একজন লোক, ওনার ফোনে কথা বলার শুরু ছিল যে তার হাঁসের বাচ্চা খেতে গুইসাপ আসে, আসার পর এলাকাবাসী সকলে মিলে গুইসাপটিকে আটক করেছি। তখন আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে, সেখানে থেকে গুইসাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে বিট কমকর্তার সাথে যোগাযোগ করে কথা বলে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করে দেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *