শনিবার(২৭মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারীর জেলা পরিষদ ডাক বাংলোতে আগুন দিয়েছে হাটহাজারী মাদ্রাসার উত্তেজিত ছাত্ররা। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার(২৬মার্চ) জুমার নামাজের পর হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।এঘটনায় ৪ জন নিহত হন।
শুক্রবার ঘটনার সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা করে। ভূমি অফিসের ফাইলপত্র ও সহকারী কমিশনার (ভূমি) এর গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এরপর পুলিশ গুলি ছোড়ে। এভাবে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলে। এরপর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
এ ঘটনার মধ্যে শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ রয়েছে। পাশাপাশি হাটহাজারী এলাকার প্রধান সড়কের প্রায় সব দোকানপাটও বন্ধ রয়েছে। সকাল থেকেই খুলেনি পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শপিং সেন্টার। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত র্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবিও।