শনিবার(২৭মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারীর জেলা পরিষদ ডাক বাংলোতে আগুন দিয়েছে হাটহাজারী মাদ্রাসার উত্তেজিত ছাত্ররা। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার(২৬মার্চ) জুমার নামাজের পর হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।এঘটনায় ৪ জন নিহত হন।

শুক্রবার ঘটনার সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা করে। ভূমি অফিসের ফাইলপত্র ও সহকারী কমিশনার (ভূমি) এর গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এরপর পুলিশ গুলি ছোড়ে। এভাবে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলে। এরপর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এ ঘটনার মধ্যে শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ রয়েছে। পাশাপাশি হাটহাজারী এলাকার প্রধান সড়কের প্রায় সব দোকানপাটও বন্ধ রয়েছে। সকাল থেকেই খুলেনি পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শপিং সেন্টার। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত র‍্যাব, পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে বিজিবিও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *