চট্টগ্রাম প্রতিনিধি, মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রামের ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মঈনউদ্দীন উদ্যোগ নগরী দামপাড়া ১নং গলি মুখে মাস্ক বিতরণ করে
করোনা আবারো বেড়েই যাচ্ছে তাই সবাই সচেতন হউক স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করি
এসময় ছাত্রলীগ নেতা মইনুদ্দিন বলেন, বিভাগভিত্তিক সবচেয়ে বেশি মৃত্যু আজকে,চট্টগ্রাম বিভাগে।
আর মাত্র ৭ দিন অপেক্ষা করুন,তারপর দেখবেন কি বিভীষিকা অপেক্ষা করতেছে।
সময় থাকতে,এখন ই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আল্লাহপাক রাব্বুল আলামীন,আমাদের সবাইকে রক্ষা করুন, অতিতে যেমন ছাত্রলীগ সবার আগে বিপদে ঝাপিয়ে পরেছে এইবারও এই করোনা মহামারি কালীন সময়ে তারা সম্মুখ সারিতে মানুষের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলো মোঃ ইয়াছিন আরাফাত , মোঃ জিসান
সৌজন্য ১৫নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ।