তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীনাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউপি পশ্চিম লইয়ারকুল ৩ কেজি গাঁজা সহ ১ জন আটক করে পুলিশ।
গতকাল রবিবার (১৬ মে) মাদকবিরোধী অভিযানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে এএসআই জীবন বাকতি, এএসআই সারোয়ার হোসেন একটি টিম পশ্চিম লইয়ারকুল গ্রামে গোপন তথ্য মতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মোঃ আবুল কাশেম(৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। দুপুর ১ ঘটিকার সময় ঔই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজা সহ মোঃ আবুল কাশেম আলীকে আটক করা হয়।
জানা যায়, পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃতঃমফিজ আলী ছেলে। উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রদান করিয়া আসামীকে আইননুসারে বিচারের আওতায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *