স্পোর্টস ডেস্ক /S.H:

দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভারতে করোনার প্রকপ থেকে বাদ পড়েনি আইপিএলের দলগুলো। আটির মধ্যে চারটি দলই আক্রান্ত হয়েছে করোনায়। ফলে বাধ্য হয়েই এবারের আসর বাতিল করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে কিভাবে দেশে ফিরবে সাকিব আর মুস্তাফিজ তা নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ঢাকায় নামে মুস্তাফিজ ও সাকিব।
২০২১ আসরে আইপিএল খেলতে যায় মুস্তাফিজ ও সাকিব। মুস্তাফিজুর রহমান রাজস্থান আর সাকিব আল হাসান কলকাতার হয়ে এবারের আইপিএলে অংশ নেয়। সাকিব আল হাসান নিজের সেরাটা না পারলেও নিজেকে নতুন ভাবে মেলে ধরে ছিলেন মুস্তাফিজুর রহমান প্রশংসা কুড়িয়ে ছিলেন দারুণ ভাবে। কিন্তু আসর শেষ হওয়ার আগেই করোনার কারণে ফিরতে হয় তাদের।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে সাকিব ও মুস্তাফিজ। ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে৷ সঠিক সময়ে সাকিব ও মুস্তাফিজ ফিরে আসায় চিন্তা মুক্ত জানালেন বিসিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *