বিনোদন ডেস্ক/ S.H:

ভালোবাসা রং বদলা তার নতুন উদাহরণ বিল গেটস ও মেলিন্ডা গেটস। একবার নিজের পাশে মেলিন্ডাকে পেয়ে ভাগ্যবান বলে দাবি করে পোস্ট করেছিলেন বিল গেটস।
সেই ভালোবাসায় যেনো নজর লাগি গেলে।

পৃথিবীর সব চেয়ে ব্যয়-বহুল ডিভোর্স দেখল বিশ্ব। সাতাশ বছরের সংসারের ইতি টানলেন এই দম্পতি। জানিয়েছেন সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণার পর থেকেই পুর বিশ্ব তাদেরকে নিয়ে আলোচনা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে তাদের নিউজ। বলেছে অনেকেই অনেক কথা।
এই আলোচনার বাইরে নয় বাংলাদেশও। বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি। এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান’। ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। তাদের ভালোবাসারও রং বদলিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *