বিনোদন ডেস্ক/ S.H: ভালোবাসা রং বদলা তার নতুন উদাহরণ বিল গেটস ও মেলিন্ডা গেটস। একবার নিজের পাশে মেলিন্ডাকে পেয়ে ভাগ্যবান বলে দাবি করে পোস্ট করেছিলেন বিল গেটস। সেই ভালোবাসায় যেনো নজর লাগি গেলে। পৃথিবীর সব চেয়ে ব্যয়-বহুল ডিভোর্স দেখল বিশ্ব। সাতাশ বছরের সংসারের ইতি টানলেন এই দম্পতি। জানিয়েছেন সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের …